শিলিগুড়ি, ১৩ মার্চঃ দাগাপুর মর্নিং ক্লাবের তরফে রক্তদান শিবিরের আয়োজন করা হল।পাশাপাশি নিঃশুল্ক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।
জানা গিয়েছে, এদিনের রক্তদান শিবিরে ক্লাবের সদস্যরা স্বেচ্ছায় রক্তদান করেন।পাশাপাশি ক্লাবের বাচ্চাদের ব্লাড প্রেসার ও স্বাস্থ্য পরীক্ষা করা হয়।দাগাপুর মর্নিং ক্লাবের পাশাপাশি সুমিতা ক্যান্সার সোসাইটির তরফে ক্যান্সার সচেতনতা নিয়ে একটি শিবির আয়োজিত হয়।
এই বিষয়ে দাগাপুর মর্নিং ক্লাবের সদস্য সমীর ছেত্রী বলেন, রক্তসংকট মেটাতে আজ এই শিবিরের আয়োজন করা হয়েছে।পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে।