শিলিগুড়ি, ১৫ অক্টোম্বরঃ শিলিগুড়ি পুরনিগমের ১৭ নম্বর ওয়ার্ডে মহিলা দ্বারা পরিচালিত দূর্গা পূজা কমিটি শতরূপা’র উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি স্মার্ট সিটি’র সহযোগিতায় রক্তদান ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হল। পাশাপাশি ‘ফুড ফর অল’ কর্মসূচিও গ্রহণ করা হয়।
এদিনের শিবিরের উদ্বোধন করেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব।জানা গিয়েছে, প্রতিবছরই দূর্গা পুজোর প্রাক মুহূর্তে শতরূপা দুর্গাপূজা কমিটির তরফে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়ে থাকে।এবছরও রক্তদান শিবির সহ বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নিয়েছেন তারা।
এদিন ‘ফুড ফর অল’ কর্মসূচির মধ্য দিয়ে পথচলতি ২৫০ জন মানুষের হাতে খাবার তুলে দেওয়া হয়।শিবিরে সংগৃহীত রক্ত লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ির ব্লাড ব্যাঙ্কে পাঠানো হবে বলে জানান কমিটির সদস্যরা।