শিলিগুড়ি, ১০ সেপ্টেম্বরঃ উৎসর্গ প্রকল্পের আওতায় শিলিগুড়ির ভক্তিনগর থানায় রক্তদান শিবিরের আয়োজন করা হল।এদিন রক্তদান শিবিরের উদ্বোধন করেন শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা।
এদিন রক্তদান শিবিরের পাশাপাশি সাধারণ মানুষকে ট্রাফিক নিয়ম নিয়ে সচেতন করা হয়।বেশকয়েকজনকে হেলমেটও প্রদান করেন কমিশনার।
এই বিষয়ে ডিসিপি জয় টুডু বলেন, প্রত্যেক শনিবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।আজ ভক্তিনগর থানায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।পাশাপাশি ট্রাফিক নিয়ম নিয়েও সাধারণ মানুষকে সচেতন করা হয়।