রাধাকৃষ্ণ মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন

রাজগঞ্জ, ২৩ ফেব্রুয়ারিঃ রাজগঞ্জ ব্লকের ভুটকিহাট রাধাকৃষ্ণ মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হল।


জানা গিয়েছে, এদিন শিলিগুড়ি তেরাই লায়ন্স ব্লাড ব্যাংকের সহযোগিতায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এছাড়াও যজ্ঞ, ভোগ-আরতি কীর্তন, প্রসাদ বিতরণ ও কিছু ধর্মপ্রাণ মানুষকে গীতা দান করা হয়।


এদিনের রক্তদান শিবিরে মন্দির কমিটির সদস্যরা ছাড়াও স্থানীয় যুবকরা স্বেচ্ছায় রক্তদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibomcasibomOnwin