শিলিগুড়ি, ২১ সেপ্টেম্বরঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭১তম জন্মদিন উপলক্ষে ভারতীয় জনতা যুব মোর্চা শিলিগুড়ি সাংগঠনিক জেলার তরফে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হল।
জানা গিয়েছে, এদিন শিলিগুড়ির ৩৯ নম্বর ওয়ার্ডের হায়দারপাড়ায় একটি ভবনে শিবিরের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্জ্বলন করে শিবিরের উদ্বোধন করেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়।শিবিরে সংগৃহীত রক্ত শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়।
এই বিষয়ে জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এদিন ভারতীয় জনতা পার্টির তরফে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।প্রধানমন্ত্রী যেভাবে দেশের জন্য কাজ করেছেন এই কারণে তার জন্মদিন উপলক্ষে দেশজুড়ে সেবা ও সমর্পন অভিযান হিসেবে পালন করা হচ্ছে।