শিলিগুড়ি, ২২ সেপ্টেম্বরঃ উত্তরবঙ্গ তেলি সমাজের পক্ষ থেকে মেগা রক্তদান এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হল।এদিন চম্পাসারির একটি লজে এই শিবিরের আয়োজন করা হয়।
এদিন রক্তদান শিবিরের পাশাপাশি চক্ষু পরীক্ষা, ব্লাড প্রেশার, সুগার, ইসিজি সহ বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করা হয়।বহু মানুষ এদিন রক্তদানে এগিয়ে আসেন এবং স্বাস্থ্য পরীক্ষা করান।
এই বিষয়ে সংস্থার সদস্য শুভনাথ গুপ্তা জানান, প্রথমবার এত বড় উদ্যোগে শিবিরের আয়োজন করা হল।শিবিরে সংগৃহীত রক্ত শিলিগুড়ি রোটারি ব্লাড ব্যাঙ্কে পাঠানো হবে।