শিলিগুড়ি, ১২ জানুয়ারিঃ স্বামী বিবেকানন্দের ১৫৮তম জন্মজয়ন্তী উপলক্ষে ৩৫ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ভক্তিনগর নেতাজি মোড়ে রক্তদান শিবিরের আয়োজন করা হল।এদিনের শিবিরে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব।বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন মন্ত্রী।
অন্যদিকে, ৩৫ নম্বর ওয়ার্ডে বিজেপির তরফে একটি বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়।শোভাযাত্রাটি ৩৫ নম্বর ওয়ার্ড থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।