রাজগঞ্জ, ১৬ জানুয়ারিঃ রবিবার ফুলবাড়ি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ও শিলিগুড়ি তরাই ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় রক্তদান শিবিরের আয়োজন করা হল।
সম্প্রতি ময়নাগুড়ির দোমহনী এলাকায় রেল দুর্ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন।সেইসমস্ত আহত মানুষদের চিকিৎসার কথা ভেবেই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানা গিয়েছে।
শিবিরে প্রায় ৪০ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষমাত্রা রয়েছে বলে জানান সমিতির সদস্যরা।
