শিলিগুড়ি, ২০ ডিসেম্বর: এনজেপি GRPS-এর উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। শনিবার এনজেপি GRPS ও লায়ন্স ক্লাবের যৌথ ব্যবস্থাপনায় NJP রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে ‘উৎসর্গ’ রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
এদিনের শিবিরে GRPS ও RPF-এর আধিকারিক ও কর্মীরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন রেলওয়ে পুলিশ সুপার কুনুওয়ার ভূষণ সিং, আরপিএফ ইন্সপেক্টর মুকেশ কুমার রজাক, জিআরপি আইসি পাসাং রিঞ্জিং শেরপা সহ অন্যান্য আধিকারিক ও পুলিশ কর্মীরা।এদিন শিবিরে রেলযাত্রী ও সাধারণ মানুষও স্বেচ্ছায় রক্তদান করেন।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ সংবর্ধনা জানানো হয় ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট অর্জনকারী মাটিগাড়ার বাসিন্দা ৭ বছর বয়সী কাব্যশ্রী ছেত্রীকে।
