স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন

রাজগঞ্জ, ২৫ ডিসেম্বরঃ স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন রাজগঞ্জের বন্ধুনগরে।


রবিবার রাজগঞ্জের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের বন্ধুনগর এসএস ইন্ডাস্ট্রিয়াল পার্কে জরিনা ফাউন্ডেশন ও ভুটকিহাট ব্যাডমিন্টন অ্যাকাডেমি ও লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি সিটিজেনের সহযোগিতায় রক্তদান ও বিনামূল্য স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।পাশাপাশি এদিন দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র প্রদান করা হয়।এছাড়াও এক দিবসীয় ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয়।

জরিনা ফাউন্ডেশনের সহ সম্পাদক কহিনুর ইসলাম বলেন, জরিনা ফাউন্ডেশন ও ভুটকিহাট ব্যাডমিন্টন অ্যাকাডেমির পক্ষ থেকে নানান সামাজিক কর্মসূচি নেওয়া হয়।রক্তসংকট মেটাতে ও অসহায় মানুষদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য শিবিরে আয়োজন করা হয়েছে। বন্ধুনগর এসএস ইন্ডাস্ট্রিয়াল পার্কে লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি সিটিজেনের সহযোগিতায় এই রক্তদান শিবির করা হয়েছে।২০০ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibomcasibom