শিলিগুড়ি, ২৭ জুলাইঃ করোনা মহামারি পরিস্থিতিতে শিলিগুড়ির বিভিন্ন হাসপাতালে দেখা দিয়েছে রক্ত সংকট।
এই রক্ত সংকট দূর করতে সোমবার ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি এবং রোটারি ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় শিলিগুড়ির এসডিও কার্যালয়ে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হল।
এদিনের শিবিরে ৪০ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়। শেষ খবর পাওয়া অবধি ৩০ ইউনিট রক্ত সংগৃহীত হয়েছে। এদিনের শিবিরে শিলিগুড়ির মহকুমাশাসক সুমন্ত সহায় প্রথমে রক্তদান করেন এবং সাধারণ মানুষকে রক্তদান করার জন্য আহবান জানান।
শিলিগুড়ির মহকুমাশাসক সুমন্ত সহায় জানান, করোনা মহামারিতে শিলিগুড়িতে রক্ত সংকট দেখা দিয়েছে। শিলিগুড়ি জেলা হাসপাতালে রক্ত সংকট দূর করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের তরফে তাকে জানানো হয়। এরপরই এই শিবিরের আয়োজন করা হয়।
এই পরিস্থিতিতে শিলিগুড়ির বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে রক্তদান শিবির আয়োজন করার জন্য আহবান জানিয়েছেন তিনি।