শিলিগুড়ি, ৫ অক্টোবরঃ রক্তসংকট দূর করতে মঙ্গলবার এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়নের এনজেপি শাখার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হল।
জানা গিয়েছে, এদিনের শিবিরে ১৫০ ইউনিট রক্তের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।সংগৃহীত রক্ত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং শিলিগুড়ির একটি বেসরকারী ব্লাড ব্যাঙ্কে পাঠানো হবে।
শিবিরে উপস্থিত ছিলেন এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়নের এজিএস পরিতোষ পাল, সংগঠনের শাখা সম্পাদক সৌম্যদীপ কর্মকার ও উপদেষ্টা কমিটির সদস্য উৎপল দত্ত সহ অন্যান্যরা।