নকশালবাড়ি, ২৭ জুনঃ তৃণমূল যুব কংগ্রেস নকশালবাড়ি ব্লক ২ এর তরফে পার্টি কার্যালয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হল।
করোনা মহামারিতে হাসপাতাল গুলিতে রক্ত সংকট দেখা দিয়েছে।রক্ত সংকট মেটাতেই তাদের এই উদ্যোগ।
এদিনের শিবিরে বিকাশ রঞ্জন সরকার, পৃথ্বীশ রায়, তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি কুন্তল রায়, ব্লক যুব সভাপতি অরুণ ঘোষ, অঞ্চল সভাপতি পার্থ সারথী মুখার্জি, সত্যনারায়ণ গোস্বামী, বিরাজ সরকার, বীরেন সরকার সহ অন্যান্য কার্যকর্তারা উপস্থিত ছিলেন।