বিশ্ব নবী দিবস উপলক্ষে রাজগঞ্জে রক্তদান শিবিরের আয়োজন

রাজগঞ্জ, ১৬ সেপ্টেম্বরঃ বিশ্ব নবী দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন রাজগঞ্জের বন্ধুনগরে।


আজ বিভিন্ন যায়গায় পালিত হচ্ছে নবী দিবস বা হজরত মহম্মদের জন্মদিন। মুসলিম ধর্মাবলম্বী মানুষ এই দিনটিকে যথাযোগ্য শ্রদ্ধার সঙ্গে পালন করেন।সেই মতে সোমবার রাজগঞ্জের বন্ধুনগরের ৩৬ জামাদ জুলুস কমিটির উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।জরিনা ফাউন্ডেশন,  লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি তরাই শক্তি ও মহারাজা অগ্রসেন ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় শিবিরের আয়োজন করা হয়েছে।এই শিবিরের মাধ্যমে ২৫০ ইউনিট রক্তদানের লক্ষ্যমাত্রা রয়েছে।এছাড়া শিবিরে আশা সকলের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়।

উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমিজুউদ্দিন আহমেদ, পঞ্চায়েত সদস্য জাকের হুসেন, আহিদার রহমান, কহিনুর ইসলাম সহ অন্যান্যরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *