বিধাননগর, ২৭ সেপ্টেম্বরঃ ফাঁসিদেওয়ার বিধাননগর ট্রাফিক গার্ডের উদ্যোগে সোমবার রক্তদান শিবির ও বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করা হল।এছাড়াও এদিন বিনামূল্যে চশমা প্রদান করা হয়।
জানা গিয়েছে, এদিনের শিবিরে প্রায় ৪০ ইউনিট রক্ত সংগৃহীত হয়।সংগৃহীত রক্ত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।
এদিনের শিবিরে উপস্থিত ছিলেন সিআই নকশালবাড়ি সুদীপ্ত সরকার ও ওসি মানস দাস এবং সমাজসেবী বাপন দাস।
এই বিষয়ে ট্রাফিক ওসি হেমন্ত খেতরি বলেন, দার্জিলিং ট্রাফিক পুলিশের নির্দেশেই এই শিবিরের আয়োজন করা হয়।