শিলিগুড়ি, ৫ ডিসেম্বরঃ রথখোলা নবীন সংঘ এবং রবিনহুড আর্মি শিলিগুড়ির যৌথ উদ্যোগে পুরনিগমের ২২ নম্বর ওয়ার্ডের নবীন সংঘ ক্লাবে স্বেচ্ছায় রক্তদান শিবির, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, সুগার টেস্ট এর আয়োজন করা হল।
জানা গিয়েছে, করোনা পরিস্থিতির মধ্যে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে শিলিগুড়িতে।এরফলে রক্তসংকট দেখা দিয়েছে।সেই কথা মাথায় রেখে এদিন রক্তদান শিবিরের আয়োজন করা হয়।শিবিরে সংগৃহীত রক্ত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে পাঠানো হবে।
এদিন রবিনহুড আর্মি শিলিগুড়ির সদস্য অনামিকা দত্ত বলেন, এক ইউনিট ব্লাড থেকে তিনজনের প্রাণ বাঁচাতে পারি।প্রত্যেক মানুষের এগিয়ে আসা দরকার।সকলের সহযোগিতায় আগামীতেও এই কাজ করবো।