শিলিগুড়ি, ৪ ফেব্রুয়ারিঃ সরস্বতী পুজোর পর রক্তসংকট মেটাতে শিলিগুড়ি কমার্স কলেজের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হল।
জানা গিয়েছে, ১০০ ইউনিট রক্তের লক্ষ্যমাত্রা নিয়ে এদিন সকাল থেকে শিবির শুরু হয়।বহু ছাত্রছাত্রী রক্তদানে এগিয়ে আসেন।শেষ খবর পাওয়া অবধি ৪০ ইউনিট রক্ত সংগৃহীত হয়েছে।
এই বিষয়ে শিলিগুড়ি কমার্স কলেজের তরফে সৌরভ ভাস্কর জানান, পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে ‘সবার শিক্ষা সবার সরস্বতী’ এই কথাটিকে সামনে রেখে আমরা পুজো করেছি।পুজোর পর রক্ত সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।সকাল থেকে বহু ছাত্র-ছাত্রী রক্তদান করেছে।