রাজগঞ্জ, ২৮ অক্টোবরঃ রাজগঞ্জে ব্লাড স্টোরেজ সেন্টারের দাবীতে ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দিল রাজগঞ্জের বেশকয়েকজন যুবক।
বেশ কয়েকমাস থেকেই রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে ব্লাড স্টোরেজ ইউনিট চালুর দাবী উঠেছে।এলাকার বেশকিছু যুবক উদ্যোগী হয়ে গণস্বাক্ষর সংগ্রহ করেন।সোমবার সেই গনস্বাক্ষর সহ দাবীপত্র ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে জমা দেওয়া হয়।
জানা গিয়েছে, মুমূর্ষ রোগীর রক্তের প্রয়োজন হলে ছুটতে হয় শিলিগুড়ি বা জলপাইগুড়ি শহরের বিভিন্ন ব্লাড ব্যাংকে।অনেক ক্ষেত্রেই খালি হাতে ফিরতে হয় রোগীর আত্মীয়দের।এক্ষেত্রে রোগীর প্রাণ সংশয় ও মৃত্যুর ঘটনা ঘটে।তাই রাজগঞ্জের বেশকয়েকজন বাসিন্দারা মিলে ব্লাড স্টোরেজ সেন্টারের দাবী নিয়ে গণস্বাক্ষর সংগ্রহ করেন।
এই বিষয়ে পেশায় সিভিক ভলেন্টিয়ার তন্ময় মোদক বলেন, শিলিগুড়ি ও জলপাইগুড়ি শহরের মাঝে রাজগঞ্জ ব্লকে কোনো ব্লাড ব্যাংক নেই।মুমূর্ষ রোগীর রক্তের প্রয়োজন হলে ছুটতে হয় শিলিগুড়ি ও জলপাইগুড়ি শহরের বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে।বেশিরভাগ ক্ষেত্রে সেখান থেকে রক্ত না পেয়ে খালি হাতে ফিরতে হয়।তাই রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে ব্লাড স্টোরেজ সেন্টার খোলার দাবী তুলেছেন তারা।ব্লাড স্টোরেজ সেন্টার খোলা হলে এলাকার মানুষ উপকৃত হবেন বলে জানান তিনি।
এই ব্যাপারে ব্লক স্বাস্থ্য আধিকারিক ডঃ রাহুল রায় বলেন, রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে চিকিৎসা পরিষেবার প্রায় সবরকম ব্যবস্থা রয়েছে। কিন্তু ব্লাড স্টোরেজ ইউনিট নেই।হঠাৎ কোনো রোগীর রক্তের প্রয়োজন হলে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রক্ত আনতে পাঠাতে হয়।এলাকার মানুষ রাজগঞ্জ গ্রামীণ হাসপাতলে রক্ত স্টোরেজ ইউনিটের জন্য দাবীপত্র জমা দিয়েছেন।বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।