রাজগঞ্জ,২৪ জুনঃ তৃণমূলের এসসি এসটি ওবিসি সেলের রাজগঞ্জ ব্লক কমিটির পক্ষ থেকে বুধবার রক্তদান শিবিরের আয়োজন করা হল।
জানা গিয়েছে, এদিনের রক্তদান শিবিরের উদ্বোধন করেন সংগঠনের জলপাইগুড়ি জেলা সভাপতি কৃষ্ণ দাস। তিনি নিজেও এই শিবিরে রক্তদান করেন।
সংগঠন সূত্রে খবর, করোনার জেরে বিভিন্ন হাসপাতালে রক্ত সংকট দেখা দিয়েছে। ফলে রোগীরা সমস্যায় পড়ছেন। তাই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
সংগঠনের জলপাইগুড়ি জেলা সভাপতি কৃষ্ণ দাস বলেন, শিবিরে সংগৃহীত রক্ত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হবে।
শিবিরে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন,রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায়, শিকারপুরের রঞ্জিতা রায়, মোশারফ হোসেন, অর্জুন দাস,পূর্ণ চন্দ্র রায় সহ অন্যান্যরা।