শিলিগুড়ি, ২২ জানুয়ারিঃ শিলিগুড়ির চিত্র সাংবাদিক প্রয়াত বিশ্বরূপ বসাকের দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে রক্তদান শিবিরের আয়োজন করা হল।
রবিবার কাছারি রোড যুবক সংঘের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সমাজসেবী তথা ক্লাব সভাপতি মদন ভট্টাচার্য।এদিনের শিবিরে বহু মানুষ রক্তদান করেন।
প্রসঙ্গত, গত ২ বছর আগে শিলিগুড়ি সংলগ্ন আমবাড়ির রেলগেটে ট্রেনের ধাক্কায় চিত্র সাংবাদিক বিশ্বরূপ বসাকের মৃত্যু হয়।তাঁর স্মৃতির উদ্দেশ্যেই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।