তৃণমূল কংগ্রেস কমিটি ও নিউ বালক সংঘের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন

শিলিগুড়ি,১৫ মেঃ কোভিড-১৯ এর আতঙ্ক ছড়িয়ে রয়েছে দেশজুড়ে।এইসময় যাতে রক্তসংকট না দেখা দেয় সে কারণে ২১ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি ও নিউ বালক সংঘের উদ্যোগে ২১ নম্বর ওয়ার্ডে আয়োজিত হল রক্তদান শিবির।


এদিনের শিবিরে অনেক মানুষ রক্তদান করেন।জানা গেছে,নির্দিষ্ট জায়গায় এই সংগৃহীত রক্ত পাঠানো হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomcasibomcasibomOnwincasibom giriş