শিলিগুড়িঃ মোটা অঙ্কের সুদ দেওয়া হবে। এই লোভ দেখিয়ে লোকজনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছিল। কয়েকমাস সেই সুদের টাকা দেওয়া হয়। কিন্তু এরপর থেকে সুদ তো মিলছিল না, এমনকি যারা টাকা দিয়েছিলেন সেই মূলধনের টাকাও পাননি।অবশেষে প্রতারিত হয়ে পুলিশের দ্বারস্থ হন কয়েকজন।
ঘটনার তদন্তে নেমে এখনও অবধি একজনকে গ্রেফতার করেছে শিলিগুড়ি থানার পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। ধৃতের নাম বিশাল সাহা। হাকিমপাড়ার রাজা রামমোহন রায় রোডের বাসিন্দা বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, বিশাল ও তাঁর পরিবারের কয়েকজন সদস্যরা মিলে অনেকের থেকে টাকা নিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে সেই টাকা ফেরত দেওয়া হয়নি। বুধবার রাতে বিশালকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতে তোলা হয়।