শিলিগুড়ি,১২ আগস্টঃ মর্মান্তিক দুর্ঘটনা। দুই গ্রামের ছয়জনের মৃত্যুতে শোকস্তব্ধ গ্রামবাসীরা। শ্রাবণের সোমবার বাগডোগরার জংলি বাবার মন্দিরে পুজো দেওয়ার জন্য বেরিয়েছিল গোবিন্দ চৌধুরী, অমলেশ চৌধুরী, প্রহ্লাদ রায়, কনক বর্মণ, প্রণব রায়, হিমেশ রায় চৌধুরী। বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে ৩১ নম্বর জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় তাঁদের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
মৃতদের মধ্যে অমলেশ চৌধুরী, গোবিন্দ চৌধুরী ও হিমেশ রায় চৌধুরী একই পরিবারের সদস্য। সকলেই হাসখোয়া চা বাগান সংলগ্ন গোকুলজোতের বাসিন্দা। প্রহ্লাদ রায়,কনক বর্মণ ও প্রণব রায় দানাগছের বাসিন্দা।
সোমবার ভোর ৫ টা নাগাদ দুই গ্রামের দশজন জংলি বাবার মন্দিরে পুজো দেওয়ার জন্য বের হয়েছিল। মুনি চা বাগানের কাছে গাড়ির ধাক্কায় ছয় জন মারা যায়। এরপর গ্রামে খবর আসতেই শোকের ছায়া নেমে আসে। এদিন ঘটনার খবর পেয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যান শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি, সহকারি সভাধিপতি, ফাঁসিদেওয়ার বিডিও সহ আরও অনেকে।মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তাঁরা।
জানা গিয়েছে, মৃত প্রহ্লাদ রায় সিভিক ভলেন্টিয়ার ছিলেন। কাওয়াখালি ট্রাফিক গার্ডে কর্মরত ছিলেন। পুজো দিয়ে ফিরে ডিউটিতে আসার কথা ছিল। হিমেশ রায় চৌধুরি দশম শ্রেণীর ছাত্র ছিল।
মর্মান্তিক দুর্ঘটনায় মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সভাধিপতি সহ প্রশাসনিক আধিকারিকেরা।