অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না দুর্ঘটনায় গুরুতর জখম ব্যক্তি, সাহায্যের আর্জি স্ত্রীয়ের

ফুলবাড়ি, ১৬ নভেম্বরঃ  কাজ সেরে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন ফুলবাড়ির সজুন বসু। ঘটনার পর প্রায় ১০ দিন পেরিয়ে গেলেও অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেনা পরিবারের সদস্যরা। ধারদেনা করে চিকিৎসার জন্য প্রায় চার লক্ষ টাকা ইতিমধ্যেই খরচা করে ফেলেছেন। প্রয়োজন আরও অর্থের। বর্তমানে অর্থের অভাবে প্রায় বন্ধের মুখে চিকিৎসা। তাই সাহায্যের আর্জি জানিয়েছেন তার স্ত্রী সুপ্রিয়া বসু।


জানা গিয়েছে, ফুলবাড়ির পশ্চিম ধনতলা এলাকার বাসিন্দা সুজন বসু। স্ত্রী সন্তানও বৃদ্ধ মাকে নিয়ে তাদের ছোট্ট সংসার। সুজন বসু শিলিগুড়ির একটি মুদিখানা দোকানে কাজ করে সংসার চালাতেন। প্রায় দশদিন আগে রাতে সাইকেল নিয়ে কাজ থেকে বাড়ি ফেরার পথে শিলিগুড়ি সংলগ্ন উত্তরকন্যা এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। গুরুতর আহত হন । বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে তার চিকিৎসা চলছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ধার দেনা করে ৪ লক্ষ টাকা খরচ হয়ে গিয়েছে। সুস্থ হতে এখনো প্রচুর টাকার প্রয়োজন বলে জানান তার স্ত্রী সুপ্রিয়া বসু। এমন অবস্থায় স্বামীকে বাঁচাতে এখন সাহায্যের জন্য কাতর আর্তি তাঁর স্ত্রীয়ের । 76028 95462 এই নম্বরে ফোন করে সাহায্য করতে পারেন ওই ব্যক্তিকে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *