শিলিগুড়ি,১১ সেপ্টেম্বরঃ অবশেষে এলাকাবাসীদের দাবি পূরণ।সিসি রাস্তার পরিবর্তে পাকা রাস্তা তৈরি হচ্ছে ডাবগ্রাম ২ এর শান্তিনগর এলাকায়।
রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের আওতায় ডাবগ্রাম ২ এর শান্তিনগর এলাকায় প্রায় ১কিলোমিটার কাচা রাস্তাকে সিসি রাস্তা করার কথা হয়েছিল।তবে এতে খুশি ছিলেন না এলাকার বাসিন্দারা। তাদের দাবি ছিল সিসি রাস্তার বদলে পাকা রাস্তা করা হোক।অবশেষে স্থানীয়দের দাবি অনুযায়ী সিসি রাস্তার বদলে পাকা রাস্তা তৈরি করা হবে ওই এলাকায়। সোমবার এই রাস্তা তৈরির কাজের শিলান্যাস করেন জেলা পরিষদের সদস্যা মনীষা রায় ও অঞ্চল সভাপতি ভবেশ রায়।
এলাকার বাসিন্দারা জানান, কাঁচা রাস্তা হওয়ায় অনেকটাই সমস্যায় পড়তে হতো। বিশেষ করে বর্ষার দিনে জল কাদায় ভরে থাকত রাস্তা, যার ফলে দৈনন্দিন কাজে যাওয়া মানুষ থেকে শুরু করে সেই এলাকার পড়ুয়াদেরও সমস্যা হতো। তবে পাকা রাস্তা তৈরি হওয়ার পর অনেকটাই উপকৃত হবেন এলাকার বাসিন্দারা।