শিলিগুড়ি, ২৯ সেপ্টেম্বরঃ কাউন্সিলরকে না জানিয়েই সাফাই কর্মি উঠিয়ে নেওয়ার অভিযোগ।ফের একবার তৃণমূল কাউন্সিলরের আনা অভিযোগে সরগরম হল শিলিগুড়ি পুরনিগমের বোর্ড মিটিং।
শুক্রবার শিলিগুড়ি পুরনিগমের ২০ তম বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়।এদিনের মিটিংয়ে বিরোধীরা মূলত পুজোর আগে রাস্তা সারাই নিয়ে বোর্ডের উপর চাপ সৃষ্টি করে।তবে বোর্ড মিটিং শেষের দিকে ৫ নম্বর বরো চেয়ারপার্সন প্রীতিকণা বিশ্বাসকে আক্রমণ করেন তৃণমূল কাউন্সিলর রঞ্জন শীল শর্মার।
রঞ্জন শীল শর্মার অভিযোগ, তার ওয়ার্ড থেকে অনৈতিকভাবে চেয়ারপার্সন সাফাই কর্মী তুলে নিয়ে কাজের ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি করছে।
এদিকে এমন অভিযোগ করার পরই রঞ্জন শীল শর্মার বিরুদ্ধে সোচ্চার হয় মেয়র, ডেপুটি মেয়র সহ শাসক দলের কাউন্সিলরা।তুমুল হট্টগোল শুরু হয়।
পরবর্তীতে গোটা বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দেন মেয়র গৌতম দেব।