রামকৃষ্ণ মিশনের প্রসঙ্গ তুলতেই বাঁধা! পুরনিগমের বোর্ড মিটিং ওয়াক আউট করলো সিপিএম

শিলিগুড়ি, ২৮ মেঃ রামকৃষ্ণ মিশনের জমি দখলের প্রসঙ্গ তুলতেই শাসকদলের বাঁধা।বোর্ড মিটিং ওয়াক আউট করলো সিপিএম কাউন্সিলররা।পুরনিগমে বিরোধীদের কন্ঠ রোধ করার চেষ্টা করছে শাসকদল তৃণমূল কংগ্রেস এমনটাই অভিযোগ করলেন সিপিএম কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী।


মঙ্গলবার পুরনিগমের কক্ষে এই মাসের বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়।মিটিং এর মোশন পর্বে সিপিএম কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী সদ্য ঘটে যাওয়া চর্চিত সেবক রোডের রামকৃষ্ণ মিশনের ঘটনার প্রসঙ্গ তুলে ধরেন।এতে বাঁধা দেন চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী।আর তাতেই ক্ষুব্ধ হন সিপিএম কাউন্সিলররা।তৎক্ষনাৎ প্রশ্ন করার আবেদনপত্র সভাকক্ষে ছিড়ে সভা বয়কট করেন তারা।

বিষয়টি ধামাচাপা দিতেই এভাবে বিরোধীদের কন্ঠ রোধ করার প্রচেষ্টা শাসক দলের বলে অভিযোগ করেন সিপিএম কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী।


অন্যদিকে মেয়র গৌতম দেব জানান, মিটিং ওয়াক আউট খুবই দুর্ভাগ্যজনক।আমরা চাই বিরোধীরা উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করুক।তবে পুর আইনের ঊর্ধ্বে গিয়ে বিতর্কিত আলোচনা তোলার চেষ্টা করেছিল সিপিএম কাউন্সিলর।আশ্রমের সমস্ত বিষয়ই প্রকাশ্য এসেছে।ধামাচাপা দেওয়ার কিছুই নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMeritking GirişBets10holiganbet girişbaywingrandpashabet girişcasibom girişcasibom girişdeneme bonusuDeneme Bonusu Veren Sitelercasibom girişdeneme bonusu