শিলিগুড়ি, ২৯ আগস্টঃ বোর্ড সভায় বিরোধীদের কন্ঠ রোধ করা হচ্ছে।এমনটাই অভিযোগ তুলে আজ বোর্ড সভা বয়কট করলেন বিজেপি কাউন্সিলররা।
জানা গিয়েছে, এদিন বোর্ড সভার মোশন পর্বে বিরোধী দলনেতা অমিত জৈন শহরে অপরাধমূলক কাজের কথা তুলে ধরতেই তাকে আটকে দেন চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী।আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কাউন্সিলররা।সভাকক্ষ ছেড়ে বেরিয়ে পড়েন বিরোধী দলনেতা অমিত জৈন সহ অন্যান্য বিজেপি কাউন্সিলররা।
এই বিষয়ে অমিত জৈন বলেন, শিলিগুড়িতে দিনের পর দিন অপরাধ বাড়ছে।এই নিয়ে মোশন প্রস্তাব আনতে গেলে বোর্ড সভায় আমাদের কন্ঠ রোধ করা হয়।এই কারণে সভা বয়কট করলাম।রাজ্য সরকারের মনোভাব দেখে মনে হচ্ছে যে তারা অপরাধকে প্রশ্রয় দিচ্ছে।সেই কারনে ছাত্রী খুনের মত ঘটনা ঘটার পরও চুপ রয়েছে রাজ্য সরকার।
অন্যদিকে বিরোধী দল বিজেপির সভা বয়কটকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন মেয়র গৌতম দেব।