রাজগঞ্জ, ৯ জানুয়ারি: বধূ নির্যাতনের অভিযোগ নিয়ে থানায় হাজির হলেন তৃণমূল বিধায়কের পুত্রবধূ। শুক্রবার রাজগঞ্জের তৃণমূলের বিধায়ক খগেশ্বর রায়ের পুত্রবধূ রাজগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
বিধায়কের পুত্রবধূ পিঙ্কি দেবী অভিযোগ করে বলেন, ‘প্রায় দু বছর আগে বিধায়কের ছেলে দিবাকর রায়ের সাথে আমার সামাজিক মতে বিয়ে হয়। বিয়েতে বাপের বাড়ি থেকে উপযুক্ত পণ দেওয়া হয়। বিয়ের পর থেকে আমি বুঝতে পারি আমার স্বামী মদ্যপে আসক্ত। বিয়ের কিছুদিন পর থেকে আমার স্বামী বাপের বাড়ি থেকে মোটা টাকা আনার জন্য আমাকে চাপ দিতে থাকে। তাতে আমি রাজি না হওয়ায় নিয়মিত অত্যাচার করা হয়। গত বছর ২০ অগাস্ট আমার স্বামী মদ্যপ অবস্থায় বাড়িতে এসে মারধর করে এবং পুড়িয়ে মারার জন্য আমার গায়ে কেরোসিন তেল ঢেলে দেয়।আমি কোনরকমে পালিয়ে বাপের বাড়ি চলে আসি। এরপর মীমাংসা করে নেওয়ার জন্য একাধিকবার চেষ্টা করা হলেও কোনো সুফল মেলেনি। বিষয়টি নিয়ে মামলা করতে চাইলেও প্রভাবশালী শ্বশুরের জন্য তা করতে পারিনি। অবশেষে শুভাকাঙ্খীদের সহযোগিতায় সুবিচারের দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছি’।
অন্যদিকে এই বিষয়ে বিধায়ক খগেশ্বর রায় বলেন, ‘গত বছর ফেব্রুয়ারি মাসে আমার পুত্রবধূ হঠাৎ বাপের বাড়ি চলে যায়। তারপর আর আসেনি। পুত্রবধূর উপর কোনো অত্যাচার করা হয়নি। কিন্তু সামনে বিধানসভা নির্বাচন তাই বিজেপি পুত্রবধূকে দিয়ে আমাকে বদনাম করার চেষ্টা করছে’।
রাজগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, ওই মহিলা এসে তার বক্তব্য জানিয়েছেন। তবে কোনো লিখিত অভিযোগ করেননি।