শিলিগুড়ি, ২২ নভেম্বরঃ চওড়া হচ্ছে বর্ধমান রোডের দুইপাশ। ৮ মাসের মধ্যেই কাজ শেষ করে ফেলা হবে। বর্ধমান রোডে নতুন উড়ালপুলের কাছ থেকে তিনবাত্তি মোড় পর্যন্ত রাস্তার দুইপাশ চওড়া হচ্ছে। শহরে যেভাবে যান চলাচলের সংখ্যা বাড়ছে তার জন্য ট্রাফিক যানজট দূর করতে রাস্তা বড় করার কাজ শুরু হয়েছে।
ইতিমধ্যেই জলপাইমোড়ের কাছে রাস্তা বড় করার কাজ শুরু করেছে পিডব্লিউডি। বুধবার রাস্তার কাজ দেখতে সেখানে যান মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার। আশপাশের এলাকাও পরিদর্শন করেন তাঁরা।
প্রায় ১০ কোটি টাকা খরচে রাস্তা চওড়া করা হবে। দুদিকে ১২ ফুট করে রাস্তা বড় হবে বলে জানান মেয়র। পেভার ব্লক দিয়ে রাস্তা হবে। এদিকে জলপাইমোড়ের কাছে বাজারের বেশকিছু দোকান রাস্তার উপরে রয়েছে। সেই দোকানগুলিকেও সরানো হবে। ব্যবসায়ীদের সঙ্গেও আলোচনায় বসা হবে বলে জানান মেয়র।
এছাড়াও ৭ কোটি টাকায় এসএফ রোডও চওড়া হবে বলে জানিয়েছেন মেয়র।