শিলিগুড়ি, ৩১ মার্চঃ পাটনায় ইন্ডিয়ান বডি বিল্ডিং ফেডারেশনের(IBBF) তরফে আয়োজিত দুইদিবসীয় বডি বিল্ডিং মিস্টার ইন্ডিয়া প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে শিলিগুড়ির নাম উজ্জ্বল করলেন বিশাল গুপ্তা।
জানা গিয়েছে, এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রায় ১৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।যার মধ্যে প্রথম স্থান অধিকার করেন শিলিগুড়ির বিশাল গুপ্তা।গত ২৫ এবং ২৬ মার্চ পাটনার দানাপুরে বডি বিল্ডিং মিস্টার ইন্ডিয়া প্রতিযোগিতা হয়।সেখানে ৯০ কিলো বিভাগে প্রথম স্থান অর্জন করেন বিশাল।
জয়ী হয়ে শিলিগুড়িতে পৌঁছেছেন বিশাল।তিনি বলেন, ২০১৮ সালে বডি বিল্ডিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে রৌপ্য পদক জয় করেছিলাম।৪ বছর পর ফের প্রতিযোগিতায় অংশ নিয়ে স্বর্ণ পদক জয় করলাম।গতবছর আগস্ট মাস থেকে প্রতিযোগিতার জন্য অনুশীলন শুরু করেছিলাম।মিস্টার ইন্ডিয়া হতে পেরে খুশি।আগামীতে এশিয়ান গেমসে খেলার প্রস্তুতি নেবেন বলে জানান তিনি।