শিলিগুড়ি মহকুমা বই মেলার উদ্বোধন করলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব

শিলিগুড়ি, ৫ জানুয়ারিঃ মঙ্গলবার শিলিগুড়ির বাবুপাড়ায় ওয়াইএমএ মাঠে শুরু হল ১০তম মহকুমা বইমেলা।এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে  বইমেলার উদ্বোধন করলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব।এছাড়াও উপস্থিত ছিলেন আইএএস সুপর্না দাস,উপাচার্য মহেন্দ্রনাথ রায়,বিশিষ্ট প্রাবন্ধিক সৌমেন নাগ,এসজেডিএ এর ভাইস চেয়ারম্যান নান্টু পাল সহ অন্যান্যরা।


জানা গিয়েছে, বিগত  ৯ বছর যাবদ শিলিগুড়ি মহকুমার বিভিন্ন অঞ্চলে এই মেলা অনুষ্ঠিত হলেও এই প্রথম ওয়াইএমএ এর মাঠে মেলা অনুষ্ঠিত হল।করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে মেলা প্রাঙ্গনে বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহন করা হয়েছে।সরকারি এই বই মেলায় মোট ৪৫ টি স্টল বসেছে।রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বই বিক্রেতারা নানান বই নিয়ে উপস্থিত হয়েছেন।আগামী ১০ জানুয়ারি অবধি মেলা চলবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *