বইছে ভোটের হাওয়া,  কেক-জল নিয়ে অভিভাবকদের কাছে নেতা নেত্রীরা

শিলিগুড়ি, ২০ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ি পুর ভোটের হাওয়া বইছে। নির্বাচনের দিন ঘোষণা হওয়া শুধু এখন সময়ের অপেক্ষা। তাই আগেভাগেই ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। যেকোনও জায়গাতেই তাই পৌঁছে যাচ্ছে সব দল। বাদ যাচ্ছেনা মাধ্যমিকের পরীক্ষাকেন্দ্র সংলগ্ন এলাকাও। যেখানেই অভিভাবকদের জটলা, সেখানেই কেক, বিস্কুট, জল নিয়ে হাজির সকলে। বিজেপি, তৃণমূল বাদ নেই কেউই। 
শিলিগুড়ির চম্পাসারির শ্রীগুরু বিদ্যামন্দির স্কুলে চলছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা কেন্দ্রের বাইরে অনেক অভিভাবকই অপেক্ষা করেন। সেই অভিভাবকদের হাতে কেক ও জল পৌঁছে দিল ৪৬ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি। এদিন নেতা-নেত্রীরা প্রত্যেক অভিভাবকের হাতে কেক ও জলের বোতল তুলে দেয়। এদিকে মাধ্যমিকের প্রথম দিন নীলনলিনী বিদ্যামন্দিরের সামনে বিজেপির তরফেও অভিভাবকদের কেক বিস্কুট দেওয়া হয়। তবে রাজনৈতিক মহলে গুঞ্জন সামনেই পুরভোট। যেকারণে এখন ভোটের হাওয়া বইছে সর্বত্রই। আর তাই অভিভাবকদের জমায়েত থাকলেও সেখানে পৌঁছে যাচ্ছেন সমস্ত দলের কর্মীরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *