শিলিগুড়ি, ৬ ফেব্রুয়ারিঃ শিলিগুড়িবাসীর সুবিধার্থে সাংসদ উন্নয়ন তহবিলের অর্থে কিরণচন্দ্র শশ্মান ঘাটে দ্বিতীয় বৈদ্যুতিক চুল্লির কাজের আনুষ্ঠানিক সূচনা করলেন বিধায়ক তথা শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান অশোক ভট্টাচার্য।জানা গিয়েছে, সাংসদ উন্নয়ন তহবিলের ১ কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে দ্বিতীয় চুল্লির কাজ শুরু হল।
কিরণচন্দ্র শশ্মান ঘাটে চুল্লির কাজের সূচনা করতে এসে আবেগপ্রবণ হয়ে পরেন অশোক ভট্টাচার্য।তিনি বলেন, ১৯৮৯এর গোড়ার দিকে যখন তিনি শিলিগুড়ি পুরনিগমের চেয়ারম্যান ছিলেন তখন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের হাত দিয়ে বৈদ্যুতিক চুল্লির উদ্বোধন করেছিলেন।শহর বড় হওয়ার সাথে সাথে এখন আরেকটি চুল্লির প্রয়োজন হয়ে পড়ে।অবশেষে দ্বিতীয় চুল্লির কাজ শুরু করতে পেরে খুব আনন্দ হচ্ছে।১ বছরের মধ্যেই কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।