বৈশাখের দ্বিতীয় দিনের সকাল থেকেই উত্তরবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি শুরু।সকাল থেকেই কালো মেঘে ঢেকে ছিল আকাশ।এরপরই শুরু হয় বজ্র বিদ্যুৎ সহ ঝড় ও বৃষ্টি।
শিলিগুড়িতেও সকাল থেকেই মুখ ভার ছিল আকাশের।একটু বেলা গড়াতেই শুরু হয় বৃষ্টি।সাথে ছিল ঝড়ো হাওয়া।তবে বৃষ্টির জেরে এদিন শহরের বাজারঘাটে অন্যান্যদিনের মতো মানুষ লক্ষ্য করা যায়নি।
অন্যদিকে এদিন সকাল সাতটাতেই যেন সন্ধ্যে নেমে আসে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে।শুরু হয় ঝড়ো হাওয়া আর তার সাথে বজ্র-বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি।লক ডাউনের মাঝেই এমন আবহাওয়ায় জনজীবন একেবারেই বিপর্যস্ত হয়ে পড়ে। তবে ঝড় বা বৃষ্টিতে জেলায় ক্ষয়ক্ষতির তেমন কোনও খবর পাওয়া যায়নি।
এদিকে কালবৈশাখীর দাপট দেখা দিয়েছে জলপাইগুড়ি জেলাজুড়েও।জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতেও এদিন প্রবল ঝড়-বৃষ্টি হয়।যার জেরে জলপাইগুড়ি এবং ধূপগুড়ির বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে।
পাশাপাশি আলিপুরদুয়ারেও সকাল ৭টা থেকে শুরু হয় ঝড়।এরপর শুরু হয় বৃষ্টি।সব মিলিয়ে নাকাল জেলাবাসী।