শিলিগুড়ি, ২৮ ডিসেম্বরঃ গৌড়িয় মিশন এবং উত্তরবঙ্গের সমস্ত গৌড়ীয় মঠ ও আশ্রমের উদ্যোগে বিশ্ব বৈষ্ণব সম্মেলনের আয়োজন করা হয়েছে।এই সম্মেলন উপলক্ষে এদিন একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় সামিল হলেন সাধু সন্ন্যাসীরা সহ সাধারণ মানুষ।
গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা শ্রী ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে বিশ্ব বৈষ্ণব সম্মেলনের আয়োজন করা হয়।আজ ও আগামীকাল সম্মেলন চলবে।এদিন কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শিলিগুড়ি তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ে এসে শেষ হয়।
এদিন শিলিগুড়ি কেশব গোস্বামী গৌড়ীয় মঠের ভক্তিবেদান্ত সজ্জন মহারাজ বলেন, গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা শ্রী ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে বিশ্ব বৈষ্ণব সম্মেলনের আয়োজন করা হয়েছে।গোটা ভারতবর্ষে সম্মেলনের মধ্য দিয়ে দিনটি পালন করা হচ্ছে।পাশাপাশি বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার ও হিন্দু মন্দির ভাঙচুরের ঘটনার তিব্র নিন্দা প্রকাশ করেন তিনি।