রাজগঞ্জ, ২১ জুনঃ রাজগঞ্জ ব্লকে তৃণমূলের ব্লক সভাপতি ঘোষণার পরই আগামী বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রচারে নামতে চলেছে তৃণমূল।এমনটাই জানালেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।
জানা গিয়েছে, নতুন ব্লক সভাপতি লক্ষমোহন রায় সহ অন্যান্য কর্মীদের নিয়ে রবিবার বৈঠক করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। শিকারপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সভা কক্ষে এদিনের বৈঠকে লাদাখ সীমান্তে শহীদ ভারতীয় জওয়ানদের উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক খগেশ্বর রায় বলেন, দলের সুপ্রিমো সহ রাজ্য নেতৃত্বের নির্দেশে আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রচারে নামতে চলেছেন তারা। তিনি অভিযোগ করে বলেন, বিজেপি তৃণমূলের নামে অপপ্রচার করছে। তার পাল্টা জবাব দিতে তারা প্রস্তুত। এছাড়াও প্রধানমন্ত্রী করোনাতে ব্যর্থ এবং লাদাখ সীমান্তে ভারতীয় জওয়ানরা শহীদ হলেও সেক্ষেত্রেও ব্যর্থ। এই দুই ইস্যুকে হাতিয়ার করে তৃণমূলের পক্ষ থেকে প্রচার করা হবে।প্রচারের রণকৌশল ঠিক করতেই এদিনের বৈঠকে করা হয় বলে জানান বিধায়ক।