শিলিগুড়ি, ১ জানুয়ারিঃ আগামী ৩ জানুয়ারি শিলিগুড়িতে এনআরসি এবং সিএএ এর প্রতিবাদে মহামিছিল করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি।
সেই মিছিল নিয়ে আজ শিলিগুড়ির পুলিশ কমিশনার ত্রিপুরারি আর্থব এবং এডিসিপি ট্রাফিক এর সঙ্গে বৈঠক সারেন মন্ত্রী গৌতম দেব।এদিনের বৈঠকে বিভিন্ন ট্রাফিক ও পার্কিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দীর্ঘক্ষন আলোচনা হয়।
এরপর বৈঠক সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী গৌতম দেব জানান, সেদিন আশেপাশের জেলাগুলি থেকে প্রচুর মানুষ মিছিলে যোগ দেবেন।এই নিয়ে আজ ট্রাফিক ও পার্কিং সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে।সেদিন মাল্লাগুড়িতে মঞ্চে বক্তব্য দেবেন মুখ্যমন্ত্রী এরপরই মিছিল বাঘাযতীন পার্ক অবধি যাবে।