শিলিগুড়ি, ২৪ ফেব্রুয়ারিঃ উত্তরবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের অধ্যক্ষদের নিয়ে উত্তরকন্যায় বৈঠক সারলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।বৈঠকে বিশ্ববিদ্যালয় সহ কলেজের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, প্রতিটি কলেজের অধ্যক্ষদের সাথে কথা হয়েছে।তাদের কি কি সমস্যা রয়েছে তা শুনলাম।বিশ্ববিদ্যালয়েরও সুবিধা অসুবিধার কথা শুনলাম।তবে সকলকে বলেছি অতিরিক্ত পড়ুয়া ভর্তি করাতে না।অন্য অনেক কলেজ আছে সেখানে যাতে পাঠিয়ে দেওয়া হয়।