শিলিগুড়ি, ২৬ ফেব্রুয়ারিঃ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার(এনবিএসটিসি)পরিকাঠামো উন্নয়ন নিয়ে বৈঠক সারলেন সংস্থার অ্যাডভাইজারি কমিটির নতুন চেয়ারম্যান গৌতম দেব।
বাম আমলে তৈরি হয়েছিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা তথা এনবিএসটিসি।এই সংস্থার অধীনে রাজ্যের বিভিন্ন রুটের বাস চলাচল করে।তবে বর্তমানে তার হাল বেহাল।যেকারনে এনবিএসটিসি এর পরিকাঠামো উন্নয়নের ভাবনা নিয়েছেন সংস্থার অ্যাডভাইজারি কমিটির নতুন চেয়ারম্যান গৌতম দেব।সোমবার পুরনিগমে এসজেডিএ, এনবিএসটিসি ও পুলিশ আধিকারিকদের নিয়ে বৈঠক সারেন তিনি।
বৈঠক শেষে গৌতম দেব জানান, কিভাবে বাস সংস্থাটিকে নতুন রুপ দেওয়া যায় তার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।শহরের মধ্য বাস স্ট্যান্ড থাকায় যানযটের সৃষ্টি হচ্ছে।সেকারণে স্ট্যান্ডটিকে শহরের বাইরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে।