শিলিগুড়ি, ৩০ সেপ্টেম্বরঃ মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের আমন্ত্রণ পেয়েও বৈঠকে যোগ দিলেন না প্রশাসক অশোক ভট্টাচার্য।
প্রসঙ্গত, আজ মুখ্যমন্ত্রী তিন জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠক করেন।এদিনের বৈঠকে পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্যকে আমন্ত্রণ জানানো হয়।
অশোক ভট্টাচার্য বলেন, তিনি বৈঠকের আমন্ত্রণ পেয়েছিলেন।শিলিগুড়ির বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করার বিষয়ে তিনি চিঠি পাঠিয়েছিলেন।তবে মুখ্যমন্ত্রী কোনোরকম আলোচনা করতে চাননি বলে জানান অশোক বাবু।
তিনি আরও বলেন, বিগত ৫ পাঁচ বছরে মুখ্যমন্ত্রী বেশ কয়েকবার উত্তরবঙ্গ সফরে এসেছিলেন কিন্তু সেইসময় তাকে আমন্ত্রণ জানানো হয়নি।তবে এখন হঠাৎ করে কেনো বৈঠকে আমন্ত্রণ জানানো হল।এছাড়াও ‘প্রশাসনিক বৈঠকে কাজের থেকে বেশী রাজনীতি হয়’ এই কারণেই তিনি বৈঠকে যোগ দেননি বলে জানান।
অন্যদিকে, মহকুমা পরিষদের সভাধিপতি তাপস সরকারকে বাদ দিয়ে মহকুমা পরিষদের অন্যান্য আধিকারিক এবং বিরোধী দলনেতাকে আমন্ত্রণ জানানো হয়।বৈঠকে আমন্ত্রণ না পেয়ে অসন্তোষ প্রকাশ করেন সভাধিপতি তাপস সরকার।
মহকুমা পরিষদের সভাধিপতি তাপস সরকার বলেন, বিগত পাঁচ বছর ধরে তিনি শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি।এর আগেও তাকে বৈঠকে ডাকা হয়নি।এবারেও তাকে বৈঠকে ডাকা হল না।