রাজগঞ্জ, ২৬ আগস্টঃ আগামী বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে ময়দানে নেমেছেন বিজেপির রাজ্য নেতৃত্বরা।বুধবার বেলাকোবায় বৈঠক করেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। তিনি বলেন, সাংগঠনিক আলোচনা করতে ব্লকের নেতৃত্বদের নিয়ে বৈঠক করা হয়। আগামী বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে লড়াইয়ের প্রস্তুতি নিতে এদিনের বৈঠক।
তিনি আরও বলেন, উত্তরবঙ্গের ৫৪টি বিধানসভা আসনের মধ্যে অন্ততপক্ষে ৫০টি আসনে এবং রাজ্যের ২০০টি আসনে জয়লাভ করবে বিজেপি।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী, কিশোর বর্মন দিলীপ চৌধুরী, অলোক চক্রবর্তী সহ অন্যান্যরা।