শিলিগুড়ি, ৬ এপ্রিলঃ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল, হাসপাতাল সুপার, মেডিসিন বিভাগের প্রধান, ডিন (স্টুডেন্ট অ্যাফেয়ার্স) এবং আরো অন্যান্য ডাক্তার ও সিস্টারদের নিয়ে একটি পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী গৌতম দেব।
জানা গিয়েছে, এদিনের বৈঠকে কোভিড-১৯ মোকাবিলা করার বিষয়ে আলোচনা করা হয়।এছাড়াও বিভিন্ন মানুষ ব্যক্তিগত উদ্যোগে বেশকিছু মাস্ক ও স্যানিটাইজার দিয়েছিলেন সেই মাস্ক ও স্যানিটাইজার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ব্যবহারের জন্য কর্তৃপক্ষের হাতে তুলে দেন মন্ত্রী গৌতম দেব।
এছাড়া আরও পিপিই ও অন্যান্য সরঞ্জাম আগামী ২-৩ দিনের মধ্যে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে দেওয়ার কথা জানান মন্ত্রী।