হাসিমারা, ২ আগস্টঃ বকেয়া বেতন এবং কাজের দাবিতে বিক্ষোভে সামিল হল হাসিমারা বায়ুসেনায় ঠিকাদারের অধীনে কর্মরত শ্রমিকরা।
জানা গিয়েছে, সোমবার সকাল থেকে হাসিমারা সুপারি গেট এলাকায় বিক্ষোভ দেখান শ্রমিকরা। ইঞ্জিনিয়ারের গাড়ি আটকে রেখে চলে বিক্ষোভ।
শ্রমিকরা জানান, হাসিমারা বায়ুসেনায় বিশাল কোম্পানির অধীনে শ্রমিকের কাজ করি।তাদের অভিযোগ, করোনা আবহে বিগত তিন মাস ধরে তারা বেতন পাচ্ছেন না।কোম্পানি বেতন না দিয়ে আমাদের কাজ থেকে বসিয়ে দিয়েছে।বাইরে থেকে শ্রমিক এনে কোম্পানির কাজ করানো হচ্ছে।এদিন শীঘ্রই বকেয়া বেতন পরিশোধের দাবি এবং কাজের দাবিতে বিক্ষোভে সামিল হন তারা।
এই বিষয়ে কোম্পানির ইঞ্জিনিয়ার জানান, এক মাসের বেতন বকেয়া আছে।বকেয়া পরিশোধ করা হবে।