শিলিগুড়ি, ১০ মার্চঃ মাসের পর মাস বেতন পাচ্ছেন না এনজেপি স্টেশনে কর্মরত রেলের সাফাই কর্মীরা। ক্ষোভ প্রকাশ করে এনজেপি রেলদপ্তরে স্মারকলিপি প্রদান করলো জাতীয়তাবাদী রেলওয়ে ঠিকা শ্রমিক সংগঠন।
রেলের সাফাই কর্মীরা মাসের পর মাস বেতন পাচ্ছেন না।এরফলে তাদের সমস্যায় পড়তে হচ্ছে।সাফাই কর্মীদের দাবী, বকেয়া বেতন দ্রুত প্রদান করা হোক।
এই বিষয়ে এনজেপি আইএনটিটিইউসি জাতীয়তাবাদী রেলওয়ে ঠিকা শ্রমিক সংগঠনের সভাপতি মহম্মদ দুলারে বলেন, আমরা স্মারকলিপি দিলাম।সমস্যার দ্রুত সমাধান না হলে আমাদের ব্লক নেতৃত্বকে জানাবো এবং আগামীতে বড় পদক্ষেপ নেওয়া হবে।