শিলিগুড়ি, ২২ সেপ্টেম্বরঃ বকেয়া বেতনের দাবিতে শিলিগুড়ির ভারত সঞ্চার নিগমের জেনারেল ম্যানেজারের দপ্তরে বিক্ষোভ দেখালেন অস্থায়ী কর্মীরা।
কর্মীদের অভিযোগ, বিগত কয়েক মাস ধরে বকেয়া বেতন পাচ্ছেন না তারা।এর আগেও একাধিকবার অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছিলেন তারা।এরপরও কোনো সমস্যার সমাধান হয়নি।এই কারণে ফের বুধবার দপ্তরে গিয়ে নিজেদের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন কর্মীরা।
সমস্যার সমাধান নাহলে আগামীকাল থেকে লাগাতার আন্দোলনে নামবেন জানান বিক্ষোভকারীরা।