শিলিগুড়ি,১৮ মেঃ বকেয়া বেতনের দাবিতে হাসপাতাল মোড়ে বিএসএনএলের অফিসের সামনে বিক্ষোভ দেখাল বিএসএনএল এর চুক্তিভিত্তিক কর্মীরা।
অভিযোগ, প্রায় এক বছর ধরে তারা বেতন পাচ্ছেন না। তারা জানতেন যে মার্চ মাসে সম্পূর্ন বেতন পেয়ে যাবেন, তবে লকডাউনের জেরে তাও আর হল না। সম্পূর্ন বেতনের দাবি সহ প্রধানমন্ত্রীর আর্থিক প্যাকেজ থেকে কেন চুক্তিভিত্তিক কর্মীদের নাম বাদ গেল তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তারা। বেতন না পাওয়া সত্বেও তারা তাদের কাজ করে যাচ্ছেন। তবে লকডাউনের জেরে তাদের অবস্থা আরও করুণ। হাতে এমনিতেই টাকা নেই, ধার-দেনা অনেক রয়েছে তাই নতুন করে আর ধার চাইতেও পারছেননা।
তাদের দাবি,শীঘ্রই বকেয়া টাকা ফেরত দেওয়া হোক নাহলে ভবিষ্যতে তারা আরও বড় আন্দোলনে নামবেন।