শিলিগুড়ি,২৩ সেপ্টেম্বরঃ বকেয়া বেতনের দাবিতে বৃহস্পতিবার শিলিগুড়ি বিএসএনএল অফিসের সামনে বিক্ষোভ অফিসের চুক্তিভিত্তিক কর্মীদের।
জানা গিয়েছে, এদিন সকাল থেকে বিএসএনএল অফিসের কার্যালয়ের গেট বন্ধ করে রেখে বিক্ষোভ দেখান চুক্তিভিত্তিক কর্মীরা।
রাজীব মন্ডল নামে এক কর্মী জানান, বিগত ১৩ মাস ধরে বকেয়া বেতন বাকি রয়েছে।সেই বকেয়া বেতন এখনো পরিশোধ করেনি বিএসএনএল কর্তৃপক্ষ।সেই কারণেই বেতন এবং বোনাসের জন্য আমাদের আন্দোলন।এতেও যদি সুরাহা না মেলে তবে সমস্ত রাজ্যের বিএসএনএল কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখানো হবে।