বকেয়া টাকার দাবিতে শিলিগুড়িতে বিক্ষোভে সামিল আশা কর্মীরা

শিলিগুড়ি,২২ সেপ্টেম্বরঃ বকেয়া টাকার দাবিতে বিক্ষোভে সামিল হল আরবান এলাকার আশা কর্মীরা।


বৃহস্পতিবার শিলিগুড়ি পুরনিগমের স্বাস্থ্য দপ্তরে বিক্ষোভ দেখান তারা।আশা কর্মীদের অভিযোগ, ২০২০ সালে আরবান এলাকায় যেসমস্ত আশা কর্মীরা কাজ করেছিলেন তারা তাদের প্রাপ্য অর্থ পাননি।সেই সময় তাদের কাজের বিনিময়ে যেই টাকা দেওয়ার কথা ছিল তার থেকে অনেকটাই কম দেওয়া হয় বলে অভিযোগ। এই দাবিতেই তারা আজ বিক্ষোভে সামিল হন।বেশকিছুক্ষন রাস্তা অবরোধ করেও বিক্ষোভ দেখান তারা।পরবর্তীতে পুলিশ পৌঁছে তাদের ছত্রভঙ্গ করে।

আরবান আশা কর্মী ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক সরস্বতী মুখার্জি বলেন, করোনা-ডেঙ্গু সমস্ত ক্ষেত্রেই জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করে এসেছে।কিন্তু তাদের প্রাপ্য টাকা তাদের দেওয়া হয়নি।যোগ্য সম্মানও পাননি তারা।কিছুদিনের মধ্যে তাদের বকেয়া টাকা না পেলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *