কোচবিহার, ২ জানুয়ারিঃ বছরের শুরুর দিন মাথাভাঙ্গায় বোমা ফেটে গুরতর জখম হয় এক শিশু।বর্তমানে শিলিগুড়ির একটি নার্সিংহোমে চিকিৎসাধীন সেই শিশু।ঘটনার পর থেকে এলাকায় রয়েছে আতঙ্কের পরিবেশ।সোমবার আহত শিশুর পরিবারের পাশে দাঁড়ালেন মাথাভাঙ্গার বিজেপি বিধায়ক সুশীল বর্মন এবং শীতলকুচির বিধায়ক বরেনচন্দ্র বর্মন।পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করেন তারা।
এই বিষয়ে মাথাভাঙ্গার বিধায়ক সুশীল চন্দ্র বর্মন বলেন,এই পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানানোর ভাষা নেই।তবে পরিবারের সঙ্গে আছি আমরা।এই ঘটনা নিয়ে রাজ্য সরকারকেও কটাক্ষ করেন তিনি।
এই বিষয়ে শীতলকুচির বিধায়ক বরেনচন্দ্র বর্মন বলেন, এই ধরনের ঘটনার তীব্র ধিক্কার জানাই।সারা রাজ্য জুড়ে যেভাবে বোম বন্দুক তৈরি হচ্ছে তাতে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বিশাল প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে গেছে।
অন্যদিকে তৃণমূল যুব সভাপতি সুমন কুমার রায় বলেন, তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই এলাকায় আমাদের মিটিং ছিল তা বানচাল করার জন্যই বিরোধীরা এই কাজ করেছে।বিধায়ক হওয়ার পর কোনদিন এই এলাকায় দেখতে পাওয়া যায়নি বিজেপির কাউকে।আজ এক শিশু অসুস্থ হওয়ার ফলে তারা রাজনীতি করতে এসেছেন।এই সংস্কৃতি বিজেপির, তারাই রাজ্য জুড়ে সন্ত্রাস তৈরি করছে।